গতকাল ২২ শে এপ্রিল ২০২৫ ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশের সর্ব প্রথম ও জাতীয় পর্যায়ে প্রথম সম্মানিত ক্বারী সাহেবদের মান বৃদ্ধির লক্ষ্যে
বাংলাদেশ জাতীয় ক্বারি সোসাইটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় সিলেট নগরীর মদিনা মার্কেটস্হ সংগঠনের অস্হায়ী কার্যালয়ে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ক্বারী মোহাম্মদ শামছুদ্দোহার সভাপতিত্তে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী আবু তাহের সাইদ ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ক্বারী মাঃ কমর উদ্দিন। ক্বরী মাঃ ইমাম উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শুরু হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন ক্বারী মাঃ হোসাইন আহমদ।সংগঠনের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সার্বিক বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বের পর্যালোচনা করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি ক্বারী মোহাম্মদ শামছুদ্দোহা।অন্যন্যদের মধ্যে পরামর্শ ও বক্তব্য রাখেন শায়খ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ, ক্বারী রুহুল কুদ্দুছ,ক্বারী আনোয়ার আহমদ, ক্বারী এইচ হক নোমান,ক্নারী মো: আব্দুল মুছাব্বির,ক্বারী মাঃ মোঃ আলা উদ্দিন মানিক,ক্বারী মোঃ গোলাম সাদিক,ক্বারী আবু তাহের সাইয়িদ,ক্বারী মাঃ করম আলী,ক্বারী মাঃ মুয়াল্লিম আব্দুল জব্বার,ক্বারী আলা উদ্দিন,ক্বারী আব্দুল মালিক,ক্বারী মো: আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ ক্বারী শফিকুর রহমান। পরে সভাপতির সৌজন্যে সবাইকে আপ্যায়ন করানো হয়।