সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টাশ পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলী আহমদ এর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন বেলাল, কবির উদ্দিন, মাষ্টার আবু তাইদ মাওলানা নেছার উদ্দীন প্রমুখ।
সাধারণ সভা শেষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান পৌর জামায়াতে কমিটি ঘোষণা করেন।
সদস্যরা হলেন, সভাপতি, আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সহ-সভাপতি মাষ্টার আবু তাইদ, সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান মামুন, সেক্রেটারি মাওলানা আলী আহমদ, সহ সেক্রেটারি জালাল আহমদ, বায়তুল মাল সম্পাদক, মাওলানা নেছার উদ্দীন,
পেশাজীবি সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক, মো, কবীর উদ্দিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার সোহেল আমীন, যুব ও ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন এনাম, সহ যুব ও ক্রীড়া সম্পাদক সাদিক আহমদ, শ্রমিক কল্যাণ সম্পাদক, শামসুল আবেদীন,
উলামা বিভাগ মাওলানা শামছুল ইসলাম, টিম সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু সুফিয়ান, ছালেহ আহমদ গোলাপ। ##