গতকাল ২৮শে মার্চ ২০২৫ ইং রোজ শুক্রবার বেলা ২ টায় মুহিবুর রহমান একাডেমি সংলগ্ন মাঠে শাহজালাল ইয়ূথ ফোরামের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী নিয়াজ মো: আজিজুল করিমের সহযোগিতায় প্রায় ২৫০ জন দুস্থদের মধ্যে ঈদ উপহার হিসেবে তৈল,ময়দা,চিনি,দুধ, সেমাি,পেয়াজ,আলু ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।
মো:কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্টানের শুরু স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নিয়াজ মো: আজিজুল করিম। প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিস উন নূর,এনামুল হক জুবের,সাবেক অধ্যক্ক মৌলভীবাজার সরকারি কলেজ ও শাহজালাল ইয়ূথ ফোরামের উপদেষ্টা এডভোকেট সিরাজুল ইসলাম, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান,দৈনিক সিলেটের ডাক প্রধান বার্তা সম্পাদক অধ্যাপক মুজিবুর রহমান, এড.আলী মোস্তফা মিশকাতুন নুর উপদেষ্টা শাহজালাল ইয়ূথ ফোরাম, আব্দুর রহমান দুদু সাধারণ সম্পাদক দরগা বাজার ব্যবসায়ী সমিতি ও উপদেষ্টা শাহজালাল ইয়ূথ ফোরাম, সাংবাদিক আমজাদ হোসেন উপদেষ্টা শাহজালাল ইয়ূথ ফোরাম, জাহাঙ্গীর আহমদ সিনিয়র সহসভাপতি পায়রা সমাজ কল্যান সংঘ ও উপদেষ্টা শাহজালাল ইয়ূথ ফোরাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলে আমাদের উচিত ছিলো উপহার গুলো আপনাদের বাসায় পৌঁছে দেয়া,কষ্ট করে সবাই এখানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ অতিথি মুকতাবিস উন নুর বলেন ক্ষুদার্ত সবাই রোদে বসে আছেন এ জন্য কৃতজ্ঞতা জানাই, খুবই দ্রুত উপহারগলো বন্টন করে দেয়া হবে।
সভাপতি তার সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনাদের সরব উপস্থিতি আমাদেরকে এই সমস্ত জনকল্যাণমুখী কাজে আরো উৎসাহিত ও অনুপ্রানিত করবে।
আরো উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম সভাপতি শাহজালাল ইয়ূথ ফোরাম, সৈয়দ খিজির আহমদ,ইসহাক আহমদ জহির,তাহমিন দাউদ,আক্তার হোসেন, আব্দু ওয়াদুদ, হিরন ইসরাক মাহিন,এড সিরাজুল ইসলাম, শায়খ ক্বারি মোহাম্মদ শরীফ আহমদ সভাপতি কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি সিলেট জেলা শাখ প্রমুখ।