প্রতি বছরের ন্যায় এবারও লেখকদের নিয়ে ইফতার ও আলোচনা সভা করেছে ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম।
গত সোমবার (১০ই মার্চ) ২০২৫ ইং সিলেট মহানগরীর একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আলোচনা ও ইফতার মাহফিল। আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক ও মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।
ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি আবু সালেহ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দনিক লেখক ও সোনালী ব্যাংক পিএলসির ডিজিএম শেখ সুজাউল হক, সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থের কবি মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে সুললিত কণ্ঠে তেলোয়াত করেন কবি ওমর ফারুক ও নাশিদ পরিবেশন করেন কবি ক্বারি মোহাম্মদ শরীফ আহমদ এবং বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ছয়ফুল আলম পারুল।
ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা শাহ মো. সফিনূরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আয়োজনে অন্যান্যদের মধ্যে সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বেগ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতাউর, সাহিত্য সম্পাদক আরাফাত মিয়া,মাঃ ঈসা তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশবাসী সহ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ সফিনূরএর জন্য বিশেষ মোনাজাত করা হয়।