২৮ ডিসেম্বর ২০২৪ ইং শনিবার সন্ধ্যা ৬ টায়, সিলেট কেদ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্য আসর কক্ষে ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠাতা শাহ মোঃ সফিনূর সম্পাদিত “পানি লাগবো পানি” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেলো।
সংগঠনের সভাপতি লোক গবেষক আবু সালেহ আহমদ এর সভাপতিত্বে ও প্রভাষক মাসুদ করিম এর সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শায়খ ক্বারি মোহাম্মদ শরীফ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল কর্ণেল আতাউর রহমান পীর (অবঃ)বলেন,”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মুগ্ধ স্মরণে, ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থ “পানি লাগবো পানি” হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বড়রা যা পারেনি ছাত্ররা আন্দোলন করে আমাদের সব ধরনের অধিকার এনে দিয়েছে।
মুখে গণতন্ত্র বলে হাজার হাজার মানুষকে বিগত সরকার গুম-খুন করেছে। আশ্চর্যের বিষয় একজন এমপিও আজ বাড়িতে নেই। আমি এই ঐতিহাসিক গ্রন্থটির সাফল্য কামনা করছি। এখানে যারা বসে আছেন সবাই কবি, আপনাদের মধ্যে আছে ঐশ্বরিক ও অনন্য এক আর্ট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে, নিজাম উদ্দীন সালেহ সহকারী সম্পাদক, দৈনিক জালালাবাদ, সিলেট।প্রফেসর ডঃ তোফায়েল আহমেদ, বিভাগীয় প্রধান, ব্যবসা প্রশাসন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট, ড.আবদুল মজিদ মিয়া, প্রধান,জনস্বাস্থ্য বিভাগ লিডিং ইউনিভার্সিটি।
অন্যন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কবিও লেখক সাহেদবীন জাফর, কবি ছয়ফুল আলম পারুল,
লেখক আবু সাঈদ রাউফী, মোঃ আব্দুল মোহিত, জয়নাল আবেদীন বেগ, মোঃ রেজাউল করিম, সৈয়দ নিয়াজ আহমদ, আদিল আহমদ, আল আমীন, কবি মোহাম্মদ শরীফ আহমদ, মোঃ ফাতাউর রহমান, সুকরানা বেগম, জায়েদ আহমদ, মোঃ ওমর ফারুক, ফয়সাল আহমেদ, কুবাদ বখত চৌধুরী রুবেল,জিয়াউর রহমান জিয়া।
নোমান সাদী, মঞ্জিল আহমদ, আব্দুল আজিজ চৌধুরী, মোঃ সুয়েজ হোসেন, মকসুদ আহমদ প্রমুখ।
আহমদ লাল, মোঃ নূরুল ইসলাম বিশ্বাস, আশরাফ হাছীন জারিফ প্রমুখ শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box