এফআইভিডিবি কর্তৃক জগন্নাথপুরে সরকারি ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কাসদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ
হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নের চব্বিশটি কমিউনিটি ক্লিনিক হতে ২৪ জন সিএইচসিপি কে (২৩-২৪ নভেম্বর) এবং স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারী (২৭ জন) কে (২৫-২৬ নভেম্বর) দুইদিনব্যাপি IYCE and Identification and Management of Acute Malnutrition বিষযক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আরা, মেডিকেল অফিসার- ডিজিজ কন্ট্রল মো: তানজিম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার।
এছাড়া উপস্থিত- ছিলেন প্রকল্পের নিউট্রিশন অফিসার-বিধান জন কস্তা, প্রজেক্ট অফিসার-মো: তুহিন আলম, মনিটরিং অফিসার- মোজাফ্ফর তানভীর।
প্রশিক্ষনের উদ্দেশ্য হলো- এলাকার অপুষ্ট শিশু চিহ্নিত করে হাসপাতালে রেফার করে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। পাশাপাশি ০৬ -২৪ মাস বয়সী শিশুর বাড়তি খাবারের প্রতি গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিতিরা বলেন, এরকম প্রশিক্ষনকর্মীদের দক্ষতা উন্নয়নে সহায়তার পাশাপাশি এলাকার পুষ্টির উন্নয়নে গুরুত্ব বহন করে ।