গৃহশিক্ষিকা থেকে বাদ দেওয়ায় প্রতিশোধ পরায়ণ হয়ে কানাইঘাটে ৫ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে মর্মে ধারণা করছেন পুলিশ ও নিহতের পরিবার।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে তারা গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়ার (২৫) সম্পৃক্ততা পেয়েছেন। গৃহশিক্ষিকা বাদ দেওয়াই ক্ষুব্ধ হয়ে মর্জিনা এ ঘটনা ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন। তবে এর পেছনে অন্য কোন কারণ আছে কি না পুলিশ তাও খতিয়ে দেখছে।
এদিকে শতশত মানুষের উপস্থিতিতে মুনতাহাকে চির বিদায় জানালো সিলেটের কানাইঘাটবাসী।এসময় এক হৃদয় বিদারক দৃশ্য পরিলক্ষিত হয়।সবার একই প্রত্যাশা মুনতাহার পরিবার যেন সুবিচার পায়।