সিলেট সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসএসডিএ)’র উদ্যোগে বিশ্বনাথ লেচু মিয়া স্কুল এন্ড কলেজে তরুণ ও তরুণীদের সৃজনশীলতা, উন্নয়নমূলক চিন্তাভাবনা, যোগাযোগের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে শতাদিক ছাত্র/ ছাত্রদের নিয়ে টেলেন্ড হান্ড এন্ড প্লেসমেন্ট প্রোগ্রাম-২০২৫ সোমবার (১৯ মে) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।
সিলেট সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ ওলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেচু মিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, এসএসডিএ’র সহ-সভাপতি মোহাম্মদ ফয়জুল হক্ব, জেনারেল সেক্রেটারি ফাকরুজ্জামান, প্রোগ্রাম কোর্ডিনেটর, খলিলুর রহমান ফয়সল, আলমগীর হুসাইন, মোহাম্মদ ঈসা তালুকদার, মোহাম্মদ লিয়াকত হোসাইন, ফাইনান্স সেক্রেটার, সইফুল আলম প্রমুখ।
উল্লেখ্য, বর্তমান বিশ্ব আধুনিকতার, সম্ভাবনার যা ক্রমান্বয়ে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। নতুন চিন্তাধারাকে স্বাগত জানানোর বর্তমান এই বিশ্বে সৃজনশীলতার কোনো বিকল্প নেই।
নতুনত্ব, আরও উন্নত, আরও সহজ-সবকিছু আরও সরল করার ক্রমাগত চেষ্টাই আজ পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। জ্ঞানচর্চার সঙ্গে সৃজনশীলতার চর্চাও শিক্ষাজীবন এর মুখ্য একটি অংশ।
তরুন তরুণীদের সৃজনশীলতা, উন্নয়ন মূলক চিন্তা ভাবনা, যোগাযোগের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সিলেট সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন।