সিলেটের সাহিত্যের বাতিঘর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্য পরিষদ ইউকে এর সম্মানিত পরিচালক কবি লুৎফুর রহমান তারেক এর ইতালি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও সাহিত্য সভা।
বরাবরের মতো এই অনুষ্ঠানেও সিলেটের প্রথিতযশা কবি সাহিত্যিকদের আন্তরিক উপস্থিতি ছিলো।
উক্ত অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ , বিশ্বনাথ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব সিরাজুল হক সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সাহিত্য অঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক বাছিত ইবনে হাবিব, কবি ও শিক্ষাবিদ, শেখ মো. আজাদ সাধারণ সম্পাদক বিশ্বনাথ উপজেলা সমিতি, অধ্যাপক নাজমুল আনসারী কবি ও শিক্ষাবিদ।
কবি ও সংগঠক মো: জাকির হোসেনের সঞ্চালনায়
পবিত্র কোরআন তেলাওয়াত করেন শায়খ ক্বারি মোহাম্মদ শরীফ আহমদ। কবি ও সংগঠক মাহবুব হোসেন নওশাদ এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এতে আরো বক্তব্য রাখেন রিপন মিয়া কবি ও সংগঠক, কবি সাদ্দাম হোসেন জুনেদ, কবি শাহ্ আব্দুস সালাম, কবি আল আমিন, জয়নাল আবেদীন, রাজন আহমেদ, কুবাদ বখত চৌ. কবি ও সাংবাদিক মাওলানা ঈসা তালুকদার, কবি ও সমাজকর্মী হাসান চৌধুরী রুহেল প্রমুখ।সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি,গল্পকার ও ঔপন্যাসিক শাহ্ কামাল আহমদ।